Satyajit Das (Moulvibazar Correspondent):
সারাদেশে নারী ও শিশু নির্যাতন,ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন করেছে জেলা নাগরিক প্ল্যাটফর্ম। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায়বিচারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
শনিবার (২২ মার্চ) সকালে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে “আস্থা” প্রকল্পের অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করে জেলা নাগরিক প্ল্যাটফর্ম।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক নজরুল ইসলাম মুহিব।
এসময় বক্তৃতা দেন সদস্য অপরাজিতা রায়, জলি পাল ও এহসানা চৌধুরী।
বক্তারা বলেন,দেশের প্রতিটি ঘরে, সমাজে ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একইসাথে আইন প্রয়োগে কঠোরতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করার ওপর জোর দেন তাঁরা।
তারা আরও বলেন,নারীর প্রতি সহিংসতা শুধু একটি নির্দিষ্ট শ্রেণির সমস্যা নয়, এটি সমাজের সার্বিক ব্যর্থতা। একে প্রতিহত করতে হলে রাষ্ট্র, প্রশাসন ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন এবং নারী ও শিশুদের নিরাপদ ভবিষ্যতের দাবিতে সোচ্চার হন।