Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর ডিমলা উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রুহুল মোছাদ্দেককে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার বিজয় চত্ত্বরে সর্বস্তরের জনগণের ব্যানারে ঘণ্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. রহুল মোছাদ্দেক এর বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধনে বক্তব্য দেন এবং অপসারণের দাবী তোলেন নীলফামারীর জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ও ডিমলা উপজেলার জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোসাহেদুল ইসলাম মানিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারীর জেলার যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির প্রমূখ। দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।