মো মামুন মোল্লা, খুলনা ব্যুরো প্রধান:
খুলনার ফুলতলায় পহেলা বৈশাখ “বাংলা নববর্ষ” উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
ফুলতলা উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তৌহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসনেআরা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, খাদ্য কর্মকর্তা মোঃ তৈয়েবুর রহমান,ইউআরসি ইন্সটেক্টর গুলশান আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন. নূর মাসুম রহমত উল্লাহ, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, সহ-সভাপতি মোঃ নেছার উদ্দিন, যুগ্ম সম্পাদক আনন্দ কুমার স্বর, ইউপি সদস্য ইমদাদুল হক মিটুল প্রমুখ। সভায় আগামী পহেলা বৈশাখ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ৫দিন ব্যাপী স্থানীয় ডাবুরমাঠে মেলা অনুষ্ঠিত হবে।