নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ বনগাঁও গ্রামে সোমবার( ৩১ মার্চ) বিকাল ৩ টায় আগুনে পুরে গেছে প্রায় ২৫/৩০ বিঘা জমির পাকা গম।
স্থানীয় কৃষকদের সুত্রে যানাযায়, বনগাঁও গ্রামের আফজালের ছেলে সাব্বির হোসেন তার পরিত্যক্ত গম ক্ষেতের ডাটায় আগুন দেই।নিমিষেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী অন্যদের গমের জমিতে।
খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে যান এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় কৃষক ফিরোজ,আব্বাস,গোলাম,কামরুজ্জামান,দুলাল,আব্বাস,আব্দুল হালিম সহ অনেকেই বলেন, আফজালের ছেলে সাব্বির হোসেন দুপুরের পড়ে তার জমিতে আগুন দিলে সেই আগুন ছড়িয়ে পড়ায় আমাদের ১৫/২০ জন কৃষকের প্রায় ২৫ থেকে ৩০ বিঘা জমির গম নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। আমরা এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতিতে পড়লাম। এত কস্ট করে ফসল করে কি হলো গোলাম আরো বলেন,আমি সারাদিন মানুষ দিয়ে গম কাটলাম কিন্তু বাড়িতে আর নিয়ে যেতে পারলাম না সব পুড়ে ছাই হলে গেল এই বলে বার বার কান্নায় ভেঙে পড়ছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার আনারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এখানে প্রায় ১০ একর জমির সব গম পুরে ছায় হয়ে গেছে।আমরা স্থানীয় লোকজন মিলে ও ফায়ার সার্ভিসের কর্মীরা সহ আগুন নিভাতে সক্ষম হয়েছি।