Sunamganj Correspondent:
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বেতগঞ্জ বাজারে পৈত্রিক ভূ-সম্পত্তিতে স্থাপনা নির্মাণে বাধা প্রদান ও ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আঙ্গুর আলম বলেন, বেতগঞ্জ বাজারে তার পৈত্রিক ভূ-সম্পত্তিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে কলেজের রাস্তা করার কথা বলে বাধা দেন স্থানীয় প্রভাবশালী আব্দুল হান্নান, আনু মিয়া, শামীম আহমদ, হেলেন মিয়া, আব্দুল বাছিত লিটন গংরা। এক পর্যায়ে নির্মাণাধীন পাকা স্থাপনা ভাংচুর শুরু করেন তারা। এ নিয়ে প্রতিবাদ করলে নামাংঙ্কিত ব্যাক্তিরা প্রানে মারা হুমকি প্রদান করেন। নিজের কষ্টের স্থাপনা ভেঙ্গে ফেলার ঘটনার প্রতিবাদ করার কারনে বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় জীবনযাপন করছেন বলে লিখিত বক্তব্যে আঙ্গুর মিয়া উল্লেখ করেন। এ ব্যাপারে বর্তমান সরকার ও প্রশাসনের
সুদৃষ্টি কামনা করেন তারা।
এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল হান্নানের মোবাইল ফোনে একাধকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, এই ঘটনা নিয়ে উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি। আজ বিকালে আমি ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা বলেছেন তিনি।