Satyajit Das:
ঢাকা মহানগরীতে ‘অলৌকিক সমাধান’-এর প্রলোভন দেখিয়ে কোটি টাকার প্রতারণা চালিয়ে আসা একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা, দুটি দামি স্মার্টফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন—মো. আসিফুর রহমান (২০), মো. আল-আমিন (২৫) ও অনামিকা (২৪)। শুক্রবার (১৬ মে) সাভার ও মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, ভুক্তভোগী আফরোজা হোসেন নামে এক নারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে “তদবীর রুকাইয়া” নামের একটি পোস্টে আকৃষ্ট হন। পোস্টদাতা দাবি করেন, তিনি অলৌকিক পদ্ধতিতে সন্তান না হওয়াসহ বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারেন। মেসেঞ্জারে যোগাযোগের একপর্যায়ে ভুক্তভোগী প্রথমে বিকাশের মাধ্যমে ৬,১০০ টাকা পাঠান। পরে আরও বিশ্বাস অর্জনের পর ২৫ ভরি স্বর্ণালংকার ও কিছু ব্যক্তিগত সামগ্রী এস এ পরিবহনের মাধ্যমে প্রতারকদের কাছে পাঠিয়ে দেন।
পণ্য পাঠানোর পর ভুক্তভোগীকে মেসেঞ্জারে ব্লক করে দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে সাভার থেকে আসিফুরকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে মোহাম্মদপুরের একটি বাসা থেকে বাকি দুই সদস্য আল-আমিন ও অনামিকাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় আসিফুরের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং আল-আমিন ও অনামিকার কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণালংকার, ২৬ ভরি কপারযুক্ত স্বর্ণালংকার, নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ও দুটি দামি মোবাইল (iPhone 15 Pro Max এবং Samsung S24 Ultra) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে মানুষের বিশ্বাস ও দুর্বলতার সুযোগ নিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তদবীর’, ‘দোয়া’ বা ‘অলৌকিক সমাধান’-এর নামে প্রতারণা করে আসছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে নিউমার্কেট থানা পুলিশ।