নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার মদনে সদ্য যোগদানকারী ইউএনও মো. অলিদুজ্জামের সাথে মদন প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা মো. আল মাহবোব আলমের নেতৃত্বে ইউএনওর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপজেলার সার্বিক বিষয় নিয়ে আলোচনা সহ জুলাই অগাস্টের আন্দোলনের পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে উভয় পক্ষই এক সাথে কাজ করার প্রতিশ্রুত ব্যক্ত করেন। এর পূর্বে ইউএনও কে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলে দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবে সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জল,দৈনিক জনতা উপজেলা প্রতিনিধি শামসুল আলম ভূইয়া, অনলাইন বাংলা এফএম রেডিও ও মানবজমিনের প্রতিনিধি নুরুল হক রুনু,দৈনিক ভোরের দর্পণের উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন (বাবুল),দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ(হৃদয়),দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি নিজাম উদ্দিন তালুকদার,দৈনিক আজকের দর্পণের উপজেলা প্রতিনিধি মোতাহার হোসেন (লিটন), দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি জাকির আহমেদ,দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি আলী আজগর(পনির),দৈনিক আজকালের খবরের উপজেলা প্রতিনিধি আব্দুল আওয়াল (পলাশ),দৈনিক জনবানীর উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।
Nurul Haque Runu