Sadarpur (Faridpur) Representative:
সদরপুরে প্যারাগ্লাইডার বানিয়ে আকাশে উড়ানো মারুফ কে সংবর্ধনা উৎসাহ উদ্দীপনা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬.৩০ নিজ কার্য্যালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে সংবর্ধনা দেওয়া হয়৷
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,মারুফের প্রতিভাকে আমাদের কাজে লাগাতে। দরিদ্র পরিবারের সন্তান হয়েও মারুফ তার ইচ্ছা শক্তি দিয়ে নতুন কিছু সৃস্টি করে দেখিয়েছে। এজন্য আগামীতে মারুফের সৃস্টিশীল ও বিজ্ঞান মনস্ক কাজে উপজেলা প্রশাসনের সাহায্য সহযোগীতা অব্যাহত থাকবে৷ তিনি আরো বলেন দারীদ্রের কারনে মারুফের পড়ালেখা থেমে গেলেও তাকে আবার পড়াশুনায় মনোনিবেশ করতে হবে এবং এ ব্যাপারেও আমাদের সাহায্য সহযোগীতা থাকবে।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমী) তানিয়া আক্তার, সাংবাদিক শিমুল তালুকদার, সাব্বির হাসান, কবির হোসেন,শেখ ছোবাহান , তানভীর তুহিন,শিশির মাহমুদ,প্রভাত কুমার রায়,রোকনুজ্জামান, আলমগীর হোসেন, মামুনুর রশীদ, রানা অর্নব, মোশারফ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Md. Sheikh Chobahan
সদরপুর প্রতিনিধি