Paikgachha Representative:
পাইকগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা কবিতা রানী দাশের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক ও বিএনপি নেতা দাবিদার জাকির হোসেন।
মঙ্গলবার (২০ মে) বিকেলে পাইকগাছার সরল বাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কবিতা রানী দাশ ১৯ মে পাইকগাছা প্রেসক্লাবে আমার ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তফা মোড়লের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”
জাকির হোসেন আরও দাবি করেন, জোনাকি সমিতির প্রায় ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে কবিতা রানী দাশের বিরুদ্ধে সমিতির সদস্য ও পাওনাদারদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ১৬ মে পাওনা আদায়ের দাবিতে সমিতির সদস্যরা কবিতার বাড়িতে গেলে কথাকাটাকাটি হয়। পরে স্থানীয় কাউন্সিলরের উপস্থিতিতে বিষয়টি শান্তভাবে সমাধানের চেষ্টা করা হয়।
তিনি অভিযোগ করেন, “গরিব মানুষের টাকা আত্মসাৎ করেও কবিতা রানী দাশ আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছেন এবং মামলা দিয়ে ভয় দেখাচ্ছেন। এমনকি নিষিদ্ধ সংগঠনের সদস্য হয়েও তিনি প্রকাশ্যে বিভিন্ন এনজিওর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।”