মোহাম্মদ মাসুদ মজুমদার, বরুড়া (কুমিল্লা):
“নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার বরুড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। মেলার অংশ হিসেবে শনিবার (২৫ মে) সকাল ১১টায় বরুড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে নামজারি ও জমাখারিজ, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সংক্রান্ত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং। উদ্বোধনী আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বরুড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ভূমি মেলার কার্যক্রমের সূচনা করেন অতিথিবৃন্দ।
মেলায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নু-এমং মারমা মং বলেন, “২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই ভূমি মেলায় নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর গ্রহণ, গণশুনানি ও তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেও প্রতিদিন মাঠে থাকব, পাশাপাশি সহকারী কমিশনার (ভূমি) সেবা কার্যক্রম তদারকি করবেন।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইলিয়াস মিয়া। আরও উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা ভূমি অফিসের নাজির চন্দন চক্রবর্তী, সার্টিফিকেট সহকারী শামীমা আক্তার, কানুনগো আবু তাহের, উপজেলা সার্ভেয়ার শাহাদাত হোসেন, পৌর ভূমি উপসহকারী কর্মকর্তা মো. বাহারুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এই ভূমি মেলার মাধ্যমে বরুড়াবাসীকে ভূমি সংক্রান্ত নানা জটিলতা থেকে সহজ ও স্বচ্ছ সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা।