সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কেন্দ্রীয় বিষু উৎসব আগামী ১২ এপ্রিল ২০২৫ (২৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার (বাতকস্) আয়োজনে বান্দরবান জেলার রেইছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এবং রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মিলন কান্তি তঞ্চঙ্গ্যা (বাতকস্)।
উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক বান্দরবান জেলা পরিষদ সদস্য রজুময় তঞ্চঙ্গ্যা এবং সদস্য সচিব রত্নজয় তঞ্চঙ্গ্যা।
এবারের উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা টুর্ণামেন্ট প্রতিযোগিতা, তঞ্চঙ্গ্যা জাতির মহামিলন মেলা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানসূচি:
📌 বিকাল ৫:০০ টা: অতিথিদের আসন গ্রহণ
📌 বিকাল ৫:১৫ মিনিট: জাতীয় ঘিলাখেলা টুর্ণামেন্ট গোল্ডকাপ উদ্বোধন
📌 বিকাল ৫:৩০ মিনিট: আলোচনা সভা
📌 রাত ৬:৪৫ থেকে: রাতব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
উৎসবটি তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার একটি বিশেষ আয়োজন, যা পার্বত্য অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সমৃদ্ধ করবে।