Nazmul Hossain, Thakurgaon Correspondent:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার দক্ষিণ সন্ধ্যারই (রাণীদিঘি) এলাকায় পল্লী বিদ্যুতের চরম অবহেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে শামীম হোসেন (১৬) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। একই ঘটনায় দুটি ছাগল বিদ্যুতায়িত হয়ে মারা গেছে এবং কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়।
শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে। ঝড়-বৃষ্টির কারণে আগের রাতে বিদ্যুৎ বন্ধ ছিল। সকালে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু হলে ট্রান্সফরমারের ইনসুলেটর ভেঙে গিয়ে বিদ্যুৎ পিলারের চারপাশে ছড়িয়ে পড়ে। এতে হোসেন আলীর দুটি ছাগল ঘটনাস্থলেই মারা যায়।
স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ অফিসের দুইজন লাইনম্যান এসে ট্রান্সফরমারটি জোড়াতালি দিয়ে মেরামত করে চলে যান। কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে একই সমস্যা আবার হয় এবং বাড়ির পেছনে থাকা শামীম হোসেন বিদ্যুতায়িত হয়ে আগুনে ঝলসে যায়। মুখ দিয়ে রক্ত পড়তে থাকে ও হাত-পা বাঁকা হয়ে যায়।
শামীমের বাবা মোবারক আলী বলেন, “বাহিরে চিৎকার শুনে বের হয়ে দেখি ছেলের শরীর ঝলসে গেছে, মুখ দিয়ে রক্ত ঝরছে। ভ্যানে করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেলে পাঠানো হয়।”
এ ঘটনায় আরও কয়েকটি বাড়িতে আগুন ধরে আসবাবপত্র, লেপ-তোষক পুড়ে যায়। প্রত্যক্ষদর্শী আবুল বাসার ও যুবক আলমগীর অভিযোগ করে বলেন, “লাইনম্যানরা ইনসুলেটর না পাল্টিয়ে তাড়াহুড়ো করে জোড়াতালি দিয়ে চলে যান।”
এ বিষয়ে পল্লী বিদ্যুৎ রাণীশংকৈল জোনাল অফিসের ডিজিএম এনামুল হক বলেন, “আমি এখনো ঘটনাস্থলে যাইনি, যারা গেছে তাদের কাছ থেকে বিস্তারিত শুনে জানাতে পারবো।”
রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।