মোঃ শাকিল হোসেন শওকত, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
পুলিশের পেশাগত দক্ষতা, অপরাধ দমন এবং জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ টাঙ্গাইল জেলার এপ্রিল-২০২৫ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) পদক পেয়েছেন নাগরপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম।
মঙ্গলবার (২০ মে) টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেন।
বাংলাদেশ পুলিশ বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে প্রতি মাসে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচন করা হয়। জেলার বিভিন্ন থানার কর্মকাণ্ড পর্যালোচনা করে যেসব কর্মকর্তা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তাদের এ সম্মাননা প্রদান করা হয়।
ওসি মো. রফিকুল ইসলাম নাগরপুর থানায় যোগদানের পর থেকে মাদকবিরোধী অভিযান, ক্লুলেস হত্যা মামলার জট খুলে অপরাধীদের গ্রেপ্তার, বিট পুলিশিং কার্যক্রম জোরদার এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার নানা উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছেন। প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান, আনসার, গ্রাম পুলিশসহ স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা উন্নয়নে কাজ করে চলেছেন তিনি।
স্থানীয়দের মতে, থানার কার্যক্রমে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে ওসি রফিকুল ইসলামের ভূমিকা উল্লেখযোগ্য। তার নেতৃত্বে নাগরপুর থানা টাঙ্গাইল জেলার অন্যতম কার্যকর থানা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এ ধরনের স্বীকৃতি থানার অন্যান্য সদস্যদের মধ্যেও পেশাগত অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।