মো. হুমায়ুন কবির, গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুরে দাফনের তিন বছর পর আদালতের নির্দেশে উত্তোলন করা হলো রোকনুজ্জামান খান চপল (৩০) নামে এক ব্যক্তির লাশ। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থান থেকে সিআইডির একটি দল লাশ উত্তোলন করে।
এ সময় গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম সাজ্জাদুল হাসান, সিআইডি ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চপলের দ্বিতীয় স্ত্রী শাহিদা আক্তার রুমার দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের মার্চ মাসে চপল নিজ বাড়ির পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। কিন্তু পরবর্তীতে স্ত্রী রুমা অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বড় ভাই বিপ্লব হাসান খান ও তার সহযোগীরা।
চপলের স্ত্রীর অভিযোগ, মায়ের সম্পত্তিতে মাছের খামার এবং এনজিওর মাধ্যমে ঋণ কার্যক্রম চালানোকে কেন্দ্র করে চপলের সঙ্গে বিরোধে জড়িয়েছিল একাধিক ব্যক্তি। ঘটনার পর সন্তানসহ তাকে স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয় বলেও জানান তিনি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক সাদেকুজ্জামান জানান, “চপলের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করে ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।”
উল্লেখ্য, বর্তমানে নিহতের স্ত্রী রুমা দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।