নূর আলম, নেত্রকোণা প্রতিনিধি:
নেত্রকোণার দুর্গাপুর উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের কেরনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (২১ মে) অনুষ্ঠিত হলো এক বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্প। দুঃস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় এ আয়োজন করে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) সমৃদ্ধি কর্মসূচি, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায়।
চিকিৎসা সেবা প্রদান করে ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের একটি বিশেষজ্ঞ দল।
ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবির।
এদিন প্রায় ৫০০ জন রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। দেওয়া হয় প্রয়োজনীয় ওষুধ ও চশমা। যাদের ছানি অপারেশন প্রয়োজন, তাদের জন্যও অপারেশনের ব্যবস্থা নেওয়া হয় বিনা খরচে।
সেবা নিতে আসা রহিমা বেগম জানান,
“আমি বিনামূল্যে চশমা পেয়েছি। এখন সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। আগে দূরের জিনিস ঝাপসা দেখতাম।”
আরেক রোগী হাসমত আলী বলেন,
“ডাক্তার সাহেব পরীক্ষা করে বলেছেন ছানি অপারেশন করতে হবে। বিনা খরচে করানো হবে শুনে খুবই স্বস্তি লাগছে।”
চিকিৎসা প্রদানকারী ডা. শাদমান ইশরাক ভূঁইয়া বলেন,
“প্রত্যন্ত অঞ্চলে এসে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।”
ডিএসকের সমন্বয়কারী রূপন কুমার সরকার জানান,
“সমাজের দুঃস্থ মানুষের পাশে থেকে কাজ করাই আমাদের লক্ষ্য। এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।”
এ ধরনের মানবিক উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।