Abu Hasnat Tuhin, Pavipravi correspondent:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক অধ্যাপকের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন, একাধিক বিয়ে এবং ছাত্রীসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযুক্ত রমন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের অধ্যাপক।
অভিযুক্তের স্ত্রী শ্রাবন্তী বিশ্বাস বলেন, “২০১১ সালে প্রেমের সম্পর্কের মাধ্যমে আমাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যেই তিনি গোপনে আরেক নারীকে বিয়ে করেন। পরবর্তীতে আরও দুটি বিয়ে এবং ছাত্রীসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি বিভিন্ন সময়ে আমাকে শারীরিকভাবে নির্যাতনও করেছেন।”
তিনি আরও জানান, বর্তমানে ওই অধ্যাপক তিন সন্তান ও স্ত্রীকে উপেক্ষা করে চলেছেন। সন্তানদের ভরণপোষণ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, “একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ মেনে নেওয়া যায় না। এতে শিক্ষার্থীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তৈরি হয়।”
অভিযুক্ত অধ্যাপক রমন বিশ্বাস বলেন, “এটা আমার ব্যক্তিগত বিষয়। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাই না।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান বলেন, “বিষয়টি মৌখিকভাবে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমার কাছে এখনও কোনো লিখিত অভিযোগ আসেনি।”
এ বিষয়ে অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মহসীন হোসেন খান বলেন, “ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছি। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”