মোঃ মামুন মোল্লা, খুলনা :
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত এবং আহতদের স্মরণে খুলনা গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনা এবং খানাবাড়ী গার্লস হাই স্কুলসহ খানজাহান আলী থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
ঢাকার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের ভয়াবহ মর্মান্তিক ঘটনায় দেশব্যাপী চলছে শোকের মাতম। নিহত ও আহতদের স্বরণে পালন করছে বিভিন্ন কর্মসুচি। খুলনা গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবু হানিফ জানায়, রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষন বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলট, শিক্ষক-কোমলমতি শিক্ষার্থী, অভিভাবকের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ঘটনাটি দেশের আঙ্গিনা ছাড়িয়ে সারা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে দাগ কেটেছে । সন্তনহারা পিতামাতা ও নিষ্পাপ শিশুদের করুন আর্তনাদে প্রকম্পিত দেশের মানুষ। মর্মান্তিক এই ঘটনার নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা সহ দ্রæত উন্নত চিকিৎসার দাবী জানাচ্ছি। মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্মরণে বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-শিক্ষার্থী. কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে বিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োাজন করা হয়।
খানাবাড়ী গালর্স হাই স্কুলও ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ আর রহিম বলেন, মর্মান্তিক এই দূর্ঘটনায় নিহতদের স্বরণে এবং অগ্নিদগ্ধ সকলের দ্রæত সুস্থতা কামনায় প্রাত্যহিক সমাবেশে বিশেষ দোয়া করা হয়।
অপরদিকে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স সেকেন্ডারি স্কুল খুলনার প্রধান শিক্ষক মোঃ জাহিদুর রহমান জানায়, মাইলস্টোন ট্রাজেডি হতাহতের ঘটনা দেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্পর্শ করেছে। ফুলের মতো নিষ্পাপ আগামীর ভবিষ্যৎ ফুটন্ত গোলাপ গুলো এভাবে অকালে ঝরে যাবে কেহ ভাবতেই পারছেনা। বিদ্যালয়ের পক্ষ থেকে এই ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। মর্মান্তিক এই ঘটনার বিবরন দিতে গিয়ে বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী আবেগ আবøুত হয়ে চোখের পানি ধরে রাখতে পারিনি। আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
এছাড়াও মাইলস্টোন ট্রাজেডিতে নিহত ও আহতদের স্বরণে খুউক কেডিএ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনির্ভাসিটি স্কুল, সোনালী জুট মিলস হাই স্কুল, মীরেরডাঙ্গা আলিম মাদ্রাসা, আলহেরা প্রি-ক্যাডেট মাদ্রাসায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।