হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ—হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করে হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এতে সহযোগিতা করে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
বিচারক মণ্ডলীতে ছিলেন হরিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক দেলোয়ার হোসেন মানিক।
উক্ত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮টি স্কুল অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্দীপনা ও অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।