Satyajit Das (Moulvibazar Correspondent):
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার বিরুদ্ধে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখা।
শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর শহরের দেওয়ানী জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এম সাইফুর রহমান রোড প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন শহর শিবির সভাপতি তারেক আজিজ এবং সঞ্চালনায় ছিলেন শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, শান্তিচুক্তি লঙ্ঘন করে ইসরায়েল বারবার ফিলিস্তিনে সাধারণ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ কেউই নিরাপদ নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই বর্বরতার বিরুদ্ধে জোরালো অবস্থান নেওয়া।
শহর সভাপতি তারেক আজিজ বলেন,“ইসরায়েল একটি অবৈধ দখলদার রাষ্ট্র, যারা বেলফোর ঘোষণা ও ব্রিটিশ ম্যান্ডেটের সুযোগ নিয়ে ফিলিস্তিনের ভৌগলিক স্বাধীনতা হরণ করেছে। এক সময় ২৮ হাজার বর্গমাইলের স্বাধীন ভূখণ্ডটি আজ সঙ্কুচিত হয়ে মাত্র ৬ হাজার বর্গমাইলে নেমে এসেছে। সেখানে মানুষ মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এমনকি ত্রাণ পাঠানো পর্যন্ত বাধাগ্রস্ত হচ্ছে।”
তিনি আরও বলেন,“জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলোর উচিত এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া। বিশ্বের মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আওয়াজ তুলতে হবে।”
সমাবেশ থেকে বক্তারা ফিলিস্তিনের পক্ষে আন্তর্জাতিক সহানুভূতি গড়ে তোলা এবং ইসরায়েলের পণ্য ও কূটনৈতিক সম্পর্ক বর্জনের আহ্বান জানান।