Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বাজার মসজিদের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটেছে। এতে দোকান ও গোডাউনসহ ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে আগুন লেগেছে। নীলফামারী ফায়ার সার্ভিসের তথ্যমতে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের উৎপত্তি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান অনুমোদন বিহীন মিনি পেট্রেল পাম্প থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আগুনে মোট ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুরে ছাই হয়েছে। এর কধ্যে মুদী দোকান, কাপড়ের দোকান, পাটের গোডাউন, রাসায়নিক সারের গোডাউন এবং ডিস লাইন-ওয়াইফাই অফিস পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে আনুমানিক ৬ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ভুল ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা হবে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নীলফামারী ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ২০ জন সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নীলফামারী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিয়ারাজ উদ্দীন বলেন, “স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রেখেছে। অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি, তবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।”