আব্দুর রহিম রিয়াদ, ডিমলা(নীলফামারী)প্রতিনিধি:
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল এলাকায় ভাঙাড়ি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংস ভাবে হত্যাসহ সারাদেশে মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ ও জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ-সমাবেশ করেছেন ছাত্র-জনতা।শনিবার (১২ জুলাই)রাতে উপজেলা সদরের বিজয় চত্ত্বর থেকে ছাত্র-জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে সদরের প্রধান-প্রধান মোড় প্রদক্ষিণ শেষে সেখানেই ফিরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, জাতীয় নাগরিক পার্টির জেলা সদস্য রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টু, যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোরসালিন বোখারী,প্রতিবাদী নারীর প্রতিষ্ঠাতা ও জুলাই আন্দোলনকারী নূপুর আক্তার প্রমূখ।এসময় বক্তারা ব্যবসায়ী সোহাগ হত্যাসহ সারাদেশে মব জাস্টিসের প্রতিবাদ জানিয়ে মব জাস্টিস সৃষ্টিকারী জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির জোড়ালো দাবি জানান।