শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মশিয়ার রহমান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের শ্মশান ডাঙ্গা এলাকার একটি বটগাছের ডাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মশিয়ার রহমান পার্শ্ববর্তী রনচন্ডি ইউনিয়নের কিসামত বিরচরণ গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফসলের ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এলাকাবাসী বটগাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশ ঝুলে থাকতে দেখেন। তারা দ্রুত বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, সোমবার রাত হতেই মশিয়ার বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যার ঘটনা। তবে বিষয়টি আরও ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে।”