Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি” এ স্লোগানকে সামনে রেখে সৈয়দপুরে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় ফিতে কেটে ও বেলুন উড়িয়ে সৈয়দপুর উপজেলা ভূমি অফিস চত্বরে ওই মেলার উদ্বোধন করা হয়।
সৈয়দপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মো. নুর-ই- আলম সিদ্দিকী।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ সভাপতি সুমিত কুমার আগরওয়ালা নিক্কি, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, জেলা বিএনপির অন্যতম নেতা অধ্যাপক শওকত হায়াত শাহ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জামায়াতে ইসলামী সৈয়দপুর শহর আমির (ভারপ্রাপ্ত) মাওলানা ওয়াজেদ আলী প্রমুখ।
পরে মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা ভূমি অফিস চত্বর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সড়ক প্রদক্ষিণ করে। আমন্ত্রিত অতিথি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন ভূমি কর্মকর্তা, শিক্ষক, সমাজসেবী, গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ভূমি সংক্রান্ত সকল বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করতে এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি মালিকদের সব ধরণের সেবা দেয়ার জন্য আগামি ২৭ মে পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত চলবে এ মেলা। ভূমি মালিকদের ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে এবং সার্বিক সেবা দেয়া হবে ওই মেলায়।