Satyajit Das (Moulvibazar Correspondent):
মৌলভীবাজার শহরের কুসুমবাগ এলাকায় অবস্থিত টি এস প্লাজার দুটি মোবাইল ফোনের দোকানে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) ভোররাতে ৮-১০ জনের সংঘবদ্ধ চোরের দল মার্কেটের তালা ভেঙে দোকান দুটিতে হানা দেয়।
চোরেরা দুটি দোকান থেকে নগদ টাকা ও প্রায় ৪৫ লাখ টাকার মোবাইল সেট লুটে নেয়। চুরি হওয়া দোকান দুটি হলো VIVO মোবাইল কোম্পানির স্বত্বাধিকারী দেলোয়ার হোসেনের দোকান এবং OPPO মোবাইল কোম্পানির স্বত্বাধিকারী শাহাদত মিয়ার দোকান।
দেলোয়ার হোসেন জানান,তার দোকান থেকে নগদ অর্থসহ প্রায় ২৫ লাখ টাকার মোবাইল সেট ও অন্যান্য সামগ্রী এবং শাহাদত মিয়ার দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার মোবাইল চুরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন,”এই মার্কেট নিয়ে আমাদের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে মালিকানা বিরোধ চলছে। কয়েকদিন আগে মালিক পক্ষের একজন ২০-২৫ জন সন্ত্রাসী নিয়ে মার্কেটের তালা ভেঙে ফেলে। আমরা তখন থানায় অভিযোগ করলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, “চুরির ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে একজন কর্মকর্তাকে পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
চুরির ঘটনাটি শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।