অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে শিশুশ্রম নিরসন, কর্মপরিবেশ সংরক্ষণ ও শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে কলকারখানায় বিশেষ অভিযান এবং উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) সকালে লক্ষ্মীপুর বিসিক শিল্পনগরীর একটি বেসরকারি কারখানার সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফেনী কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার। শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) শুভঙ্কর দত্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক অ আ আবীর আকাশ, নেক্সট ফুডের ডিজিএম মো. সোহাগ হোসেন, চেম্বার অব কমার্সের প্রতিনিধি মো. সালাহউদ্দিন, শ্রম পরিদর্শক ইয়াসিন হোসেন, রোমান মিয়া, তাপস রায় বর্মণ, শ্যামল চন্দ্র সরকারসহ অন্যরা।
সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, বেতন-বোনাস, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ ও শিশুশ্রম প্রতিরোধে মালিকদের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, জরুরি প্রয়োজনে সরকারি সেবা টোল ফ্রি নম্বর ১৬৩৫৭-এ কল করার আহ্বান জানানো হয়।
সভা শেষে উত্তর তেমহনী, বিসিক শিল্পনগরী এবং পৌর এলাকার বিভিন্ন বেকারি, গ্যারেজ ও ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হয়। এসব স্থানে মারাত্মকভাবে শিশুশ্রমের চিত্র চোখে পড়ে, যদিও ইটভাটায় অভিযানের সময় শিশুশ্রমের উপস্থিতি মেলেনি।
মধুবন বেকারি, মা সিএনজি গ্যারেজ, ভাই ভাই অটো পার্টস, রাজমহল হোটেল, সুলতানিয়া ও মিতালি বেকারি, এবং জেবিএম, আরবিএম ব্রিকস ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শ্রম পরিদর্শক শুভঙ্কর দত্ত শিশুদের সুরক্ষায় সতর্কীকরণ স্টিকার ও লিফলেট বিতরণ করেন এবং সেগুলো কারখানার দর্শনীয় স্থানে সাঁটানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, শ্রম আইন অনুযায়ী, ১৪ বছরের কম বয়সী শিশুদের কোনো কারখানা বা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টার মধ্যে শিশুদের দিয়ে কোনো কাজ করানো যাবে না এবং দৈনিক পাঁচ ঘণ্টার বেশি কাজ করানো আইনি অপরাধ।