মোঃ সুমন মৃধা, দুমকি (পটুয়াখালী):
পটুয়াখালীর দুমকি উপজেলায় বৈদ্যুতিক মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) সকাল ১০টার দিকে উপজেলার দক্ষিণ মুরাদিয়া মাঝগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নজরুল ইসলাম দক্ষিণ মুরাদিয়া এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নজরুল ইসলাম ডেইলি লেবার হিসেবে নারায়ণ ডাক্তারের নতুন ভবনে কাজ করছিলেন। কাজের একপর্যায়ে পানির প্রয়োজন হলে তিনি বৈদ্যুতিক মোটর চালু করতে যান। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান তিনি।
সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পাওয়ার পরপরই এসআই দেলোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।