মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অসহায়, গরিব-দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১৮ মে) বিকেলে পৌর শহরের ওসমানপুর সেনা ক্যাম্পে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করে রংপুর এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশনের ২৫ বীর ইউনিট। মেডিকেল টিমের নেতৃত্ব দেন ইউনিট কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুরসালিন আহম্মদ।
ক্যাম্পে ৫০০ জনের বেশি নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণের মধ্যে চাল, আটা, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হাসান, মেজর ডা. মোস্তাফিজ, মেজর ডা. আতাউর রহমান, ক্যাম্প কমান্ডার মেজর ফারাবী, মেজর নাজমুল হক, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।