ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা পূর্ব পাড়ের জিগাতলা, রামপুর ও গোপীনাথপুর এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সময়ের আগেই শুরু হওয়া এই ভাঙনে ইতোমধ্যেই নদীতে বিলীন হয়েছে প্রায় এক কিলোমিটার জুড়ে থাকা ফসলি জমি। নদী গর্ভে হারিয়ে যাচ্ছে চাষযোগ্য জমি, বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। আতঙ্কে দিন কাটাচ্ছে এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে কৃষক পরিবারগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিন ধরে যমুনা পূর্ব পাড়ে প্রতিদিনই জমি ধসে পড়ছে। কয়েক একর ফসলি জমি ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা কৃষকদের চোখে-মুখে হতাশা আর চোখের কোণে জল। নদীর তীরেই দাঁড়িয়ে থেকে তারা দেখছে, কীভাবে একে একে তাদের জমি গিলে খাচ্ছে যমুনা।
ভাঙন কবলিত এলাকার কৃষকরা বলেন, “প্রতি বছর বর্ষায় কিছু না কিছু জমি যমুনায় চলে যায়। কিন্তু এবার তো বর্ষা আসার আগেই শুরু হয়ে গেল ভাঙন। চোখের সামনে আমাদের ফসলি জমি নদীর মধ্যে চলে যাচ্ছে। আমরা অসহায় হয়ে শুধু চেয়ে চেয়ে দেখছি।”
তাদের অভিযোগ, প্রতিবছর ভাঙনের পর প্রশাসনের পক্ষ থেকে গাইড বাঁধ নির্মাণ বা জিও ব্যাগ ফেলার আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায় না।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ খান জানান, “ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুতই জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের দাবি, সমস্যা সমাধানে কাগুজে আশ্বাস নয়, এবার চাই দ্রুত ও স্থায়ী পদক্ষেপ। না হলে শুধু ফসলি জমিই নয়, ভাঙনের মুখে পড়বে বহু মানুষের শেষ আশ্রয়টুকুও।