Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
নীলফামারীর সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ইটাপীর ফকিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই সদস্য নিহত হয়েছেন। শনিবার (২১ মে) দুপুরে ঘর মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ছলেমান বাবু (৬৩) ও তার ছেলের স্ত্রী শাবনা বেগম (২৯)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছলেমানের স্ত্রী ওয়াতোন (৫২), যিনি বর্তমানে নীলফামারী জেনারেল হাসপাতালে মৃত্যুশয্যায় রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি বাড়ির নির্মাণ কাজ করছিল। এ সময় হঠাৎ করে ঘরের মধ্যে থাকা একটি পুরনো বৈদ্যুতিক তার ছিড়ে পড়ে এবং তা ছুঁয়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই মারা যান শ্বশুর ছলেমান বাবু ও ছেলের বউ শাবনা। গুরুতর আহত ওয়াতোনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর থেকেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের বাড়িতে ভিড় করছেন আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম শাহ ফকির বলেন, “এটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। গতকাল একই ইউনিয়নের যাদুরহাট বাড়াইপাড়ায় চাচাতো ভাই দুই শিশু ডোবায় পড়ে মারা গেছে। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আজকের ঘটনা সবাইকে বাকরুদ্ধ করেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছি এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি।”
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
একই পরিবারের দুইজনের মৃত্যু ও একজনের সংকটাপন্ন অবস্থায় স্থানীয়রা গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, পুরনো বৈদ্যুতিক লাইন এবং নিরাপত্তার অভাবেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।