Basudeb Roy, Nilphamari Correspondent:
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ শ্লোগানে নীলফামারীতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শুরু হয়েছে তিন দিন ব্যাপী ভূমি মেলা। রবিবার (২৫ মে) বেলা সাড়ে ১০টার দিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসনের আয়োজনে মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, জজ আদালতের সরকারী কৌশলি (জিপি) আবু মোহাম্মদ সোয়েম, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মলি আক্তার, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল আলম প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘নিজের জমি সুরক্ষিত রাখতে কাগজপত্রগুলো ঠিক রাখতে হবে। প্রতিবছর খাজনা দিতে হবে। খারিজ আছে কিনা সেটি দেখতে হবে। নানা জটিলতা থাকায় মামলা মোকদ্দমার উদ্ভব হয়। ভুমি সেবা সংক্রান্ত সকল তথ্য এখন অনলাইনে পাওয়া যায় এবং কার্যক্রম সম্পাদিত হয়ে থাকে। এজন্য অন্যকে দিয়ে নয় নিজেই নিজের কাজ সম্পাদন করতে হবে’।
এরআগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, মেলায় জেলা প্রশাসক কার্যালয়ে একটি বুথ খোলা হয়েছে। এখানে তাৎক্ষনিক সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও ইউনিয়ন পর্যায়ে বিশেষ সেবা দেয়া হচ্ছে। তিন দিনের মেলাটি সমাপ্ত হবে আগামী মঙ্গলবার সন্ধ্যায়।