Shahjahan Ali Manon, Nilphamari District Representative:
ডিপ্লোমা নার্সিং কোর্সকে (ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি) ডিগ্রি সমমান করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অবরোধ চলাকালে দিনাজপুর, রংপুর মহাসড়কের চারপথে শত শত যানবাহন আটকা পড়ে।

ওই সময় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা উল্লেখিত স্থানে সড়কের ওপর বসে পড়েন। ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই অবস্থানে কর্মসূচিতে শত শত শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ সহ নানা স্লোগান দিতে শোনা যায়।
অবরোধে অংশগ্রহনকারীরা জানান, নার্সিং কলেজগুলোতে এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ অন্য শিক্ষার্থীরা এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর কোর্স শেষ করেই ডিগ্রি সমমান সনদ পাচ্ছেন। এটি ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্য তৈরি করছে।

সমাবেশে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নীলফামারী নাসিং ইনস্টিটিউ বৈষম্যবিরোধী আন্দোলন নেতা লিটন
রাসেল ইসলাম, ফিরোজ শাকিলা ইয়াসমিন। দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি জনদুর্ভোগ সৃষ্টি না করতে আহ্বান জানান। পরে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন নবী ও সেনাবাহিনীর মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে নেন শিক্ষার্থীরা। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।