সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৃতপ্রায় ভুবনেশ্বর নদে অনুষ্ঠিত হলো একটি ব্যতিক্রমী ও হৃদয়স্পর্শী পরিবেশগত উদ্যোগ—মৃতপ্রায় ভুবনেশ্বর (অথবা লোহারটেক) নদকে ঘিরে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান।
শুক্রবার সকালে (২৩মে) “নদী বাঁচলে বাঁচবে প্রাণ, পরিবেশ থাকবে অম্লান” এই শ্লোগানকে সামনে রেখে চরভদ্রাসন উপজেলা প্রশাসন, ‘সেভ দ্য ভুবনেশ্বর রিভার কমিটি’, এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন-এর সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অভিযানে অংশ নেয় দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১২০০ জন বিডি ক্লিন সদস্য এবং চরভদ্রাসনের ৫০০ জন স্থানীয় স্বেচ্ছাসেবী। চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে সকালের শপথ পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে বিভিন্ন স্পটে নদী পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান, স্থানীয় ইউপি চেয়ারম্যানগণসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল স্বেচ্ছাসেবীদের সঙ্গে কাজ করে তাদের উৎসাহিত করেন। তিনি বলেন, “আমরা যদি ক্ষমতায় আসি, এই নদীটি খনন ও সংস্কার করে দু’পাশে বিনোদন কেন্দ্র গড়ে তুলব।”
এক সময়ের খরস্রোতা এই নদীটি দীর্ঘদিনের অবহেলা, নিয়মিত খননের অভাব, সুইসগেট বন্ধ থাকা এবং বাজারের ময়লা আবর্জনায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছে যায়। আজকের এই অভিযান সেই দূষণ হ্রাসে ও নদীর জীববৈচিত্র্য পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়ভাবে এই নদীটিকে কেউ কেউ ভুবনেশ্বর, আবার কেউ লোহারটেক নদী বলে উল্লেখ করেন। জানা যায়, ১৯৩২ সালের পিএস রেকর্ড অনুযায়ী এটি ছিল ব্যক্তি মালিকানাধীন আবাদি জমি, যা পরে নদী ভাঙনে জলধারায় রূপ নেয়। বাংলা ১৩৬০ (ইংরেজি ১৯৫৩) সাল থেকে এই জলধারাটি ‘লোহারটেক নদী’ নামে পরিচিত। বর্তমানে এটি লোহারটেক কোল নামেও পরিচিত।
‘সেভ দ্য ভুবনেশ্বর রিভার কমিটি’র আহ্বায়ক মোঃ গোলাম মোস্তফা জানান, বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা নদীটি পুনরুদ্ধারে স্থানীয়দের পাশাপাশি প্রশাসনের সহায়তায় কাজ চলছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে:
• নদী থেকে ময়লা-আবর্জনা অপসারণ
• সীমানা নির্ধারণ ও সীমানা প্রাচীর নির্মাণ
• সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণ
• খননের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনা
এই পরিচ্ছন্নতা অভিযান শুধু একটি একদিনের কর্মসূচি নয়—এটি ভুবনেশ্বর বা লোহারটেক নদীকে পুনরুজ্জীবিত করার একটি আন্দোলন। এলাকাবাসীর আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নদীটিকে ঘিরে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তার হারানো ঐতিহ্য ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব হবে।