Md. Hamidur Rahman Limon, Crime Reporter:
রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের পালিচড়া এমএন উচ্চ বিদ্যালয়ের ৭৩ জন এসএসসির পরীক্ষার্থী প্রবেশপত্র নিয়ে বিপাকে পড়েছেন। সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম ফরম পূরণের সময় প্রবেশপত্রের টাকা নিলেও বর্তমান প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমানকে তা হস্তান্তর না করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে প্রবেশপত্র হাতে না পাওয়ায় আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে ৭৩ পরীক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করেছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সরেজমিনে স্কুলটিতে গিয়ে দেখা গেছে, শিক্ষার্থীরা মানববন্ধনে দাঁড়িয়েছে।
প্রচন্ড তাপদাহে ঘেমে গেছেন তারা। তামান্না নামে এক শিক্ষার্থী জানান, আমরা যখন ফরম ফিলাপ করি তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন রেজাউল স্যার। তিনি আমাদের কাছ থেকে ফরম ফিলাপসহ প্রবেশপত্রের জন্য ২৫শত টাকা করে নিয়েছেন। পরীক্ষার ৫ দিন বাকি রয়েছে। কিন্তু এখনো প্রবেশ পত্র হাতে পাইনি। এখন আমাদের পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রবেশ পত্র নিয়ে অনিশ্চয়তায় ভুগছি। বিদ্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্র ফি এর টাকা পরিশোধ না করায় এখন পর্যন্ত প্রবেশপত্র আনতে পারছে না তারা। বিদ্যালয়টির বর্তমান দায়িত্বরত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিনুর রহমান বলেন, রেজাউল সাহেব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন শিক্ষার্থীদের কাছে এসএসসি পরিক্ষার ফরম ফিলাপের টাকা নিয়েছে কিন্তু তা বোর্ডে জমা না করায় প্রবেশপত্র আনতে পারছি না। অন্য কোন উপায় আছে কী ব্যবস্থা করছি। বিদ্যালয়টি শিক্ষার্থীদের রক্ষা করা আমার দায়িত্ব।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, এখনো কোন অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নিবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা দেষী তাদের অবশ্যই আইনের আওতায় নেয়া হবে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, খবর নিচ্ছি। এটা সলভ করতে হবে। এদিকে অভিযুক্ত শিক্ষক রেজাউল করিমকে মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য যে, গত ১১ মার্চ আমিনুর রহমানকে দায়িত্ব বুঝে দেন তৎকালীন প্রধান শিক্ষক রেজাউল করিম