Shahjahan Ali Manon, Saidpur (Nilphamari) Representative:
নীলফামারীর সৈয়দপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। জন্মজয়ন্তী উদযাপনের অনুষঙ্গ ছিল আলোচনা, কবিতা, গান ও নৃত্য।
রোববার (২৫ মে) বেলা সাড়ে ১১ টায় সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের নিজস্ব চত্বরে এমন আয়োজনের মাধ্যমে নজরুলকে স্মরণ করা হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক লায়ন ফারুক আহম্মদ।
সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের সঞ্চালনায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কর্মময় জীবনের ওপর আলোচনায় অংশ নেন জ্যেষ্ঠ প্রভাষক আকতারুজ্জামান, প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান, সহকারী শিক্ষক রেজা মাহমুদ প্রমূখ।
আলোচনা শেষে জ্যেষ্ঠ শিক্ষক এহসানুল কবির দুলাল ও সহকারী শিক্ষক কুমার অপু বিশ্বাসের যৌথ পরিচালনায় এবং প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনা গানে-কবিতায় নজরুলকে স্মরণ করা হয়।
এদিকে সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল ও আল ফারুক একাডেমিতেও আয়োজন করা হয় অনুরূপ কর্মসূচী। ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শাবাহাত আলী। এখানে কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীতের পাশাপাশি নৃত্যও পরিবেশন করে শিক্ষার্থীরা।
আর আল ফারুক একাডেমিতে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ গ্রহণ করেন।