জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর মহাদেবপুরে জমি সংক্রান্ত বিরোধে আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে এক সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার সকাল ১০ টায় মহাদেবপুর উপজেলা সাব রেজিষ্ট্রি অফিস চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।
এসময় ভূক্তভোগী বিমান সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,আবুল কালাম,সাইফুল ইসলাম,আফাজ উদ্দিন,আবেদ আলী,সোহরাব হোসেন,কছিমুদ্দিন এবং সঞ্জয় সরকার প্রমূখ । এসময় বক্তারা বক্তব্যে বলেন,উপজেলার সিদ্দিকপুর মৌজার হাল ১১৭ নং খতিয়ানের ৭.২২ শতক জমির মধ্যে ৫ একর জমি নিয়ে শিবরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মোতাহার আলী গং এর সঙ্গে শিবগঞ্জ গ্রামের মৃত সুদর্শন সরকারের ছেলে বিমান সরকার গং এর দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো ।
ভূক্তভোগীদের দাবি যে,১৯৩৩ সালের দলিল, ১৯৩৬ সালের জীবনস্বত্ত্ব হিসেবে ডিগ্রী থাকার পরেও ২ পক্ষ এক্সচেঞ্জ করে ভারতে চলে যান । এক্সচেঞ্জ পার্টিরা অত্র এলাকার বিভিন্ন লোকজনের কাছে তাদের জমি হস্তান্তর করে যাওয়ার পর হতে অদ্যবধি জমিগুলো ভোগদখলে আছেন । এমতাবস্থায় নামজারি বাতিলের আবেদন করার পরেও এবং আদালতে মামলা চলমান থাকাবস্থায় ভূয়া দলিলের মাধ্যমে কুখ্যাত ভূমি দস্যুরা আওয়ামী স্টাইলে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জোরপূর্বকভাবে দখল ও হস্তান্তরের চেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেললের আয়োজন করা হয় । এর প্রতিকারের দাবিতে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সু-দৃষ্টি কামনা করেন তারা।