খুলনা ও বরিশাল বিভাগের যৌথ উদ্যোগে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ১৭ মে (শনিবার) দুপুর ৩টায় খুলনার শিববাড়ি জিয়া হল চত্বরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে খান জাহান আলী থানা বিএনপি প্রস্তুতি সভা করেছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সঞ্চালনা করেন কেসিসি ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, শেখ আব্দুস সালাম, শেখ আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, জাহাঙ্গীর হোসেন খোকা, রইচ উদ্দিন, আনোয়ার হোসেন, মামুন শেখ, এমদাদুল হক, জাহিদ হোসেন, আতাউর মোড়ল, হেলাল শরীফ, শহিদুল ইসলাম, রবিউল ইসলাম, মিনা মুরাদ, আফজাল হোসেন, মোয়াজ্জেম হোসেন, শাফি মেম্বার ফরহাদ, শহিদুল ইসলাম সোহেল, মেহেদী হাসান বাপ্পি, মাসুম খান, আলামিন, বিল্লাল হোসেন এবং থানা ছাত্রদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ।
সভায় বক্তারা সমাবেশকে সফল করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, এই সমাবেশ তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার নতুন এক বার্তা দেবে।
সভাপতি কাজী মিজানুর রহমান বলেন, “খুলনা-বরিশাল বিভাগের এই যুগপৎ আয়োজন তারুণ্যের ন্যায্য অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ এক মাইলফলক হতে চলেছে। সমাবেশকে সফল করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে মাঠে থাকতে হবে।”
তিনি আরও জানান, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল ইতোমধ্যে সম্মিলিতভাবে ব্যানার প্রস্তুত করেছে এবং খানা জাহান আলী থানার প্রতিটি ইউনিট ঐক্যবদ্ধভাবে সমাবেশে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে।
এতে অংশ নেন থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অগণিত নেতাকর্মী, যারা সমাবেশকে সর্বাত্মক সফল করতে নিজেদের প্রস্তুতি ও অঙ্গীকার ব্যক্ত করেন।