Joypurhat Correspondent :
জয়পুরহাটে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী শাহ আলমের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ করেছে জেলার একাধিক ঠিকাদার। বুধবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত স্মারকলিপিও প্রদান করেন বিক্ষোভকারীরা।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, শাহ আলম জয়পুরহাটে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রতিটি প্রকল্পে টেন্ডার অনুমোদন, বিল ছাড় ও কাজের অনুমতিসহ প্রতিটি পর্যায়ে ১ শতাংশ হারে ঘুষ দিতে হচ্ছে। এমনকি এলজিইডির নিজস্ব যন্ত্রপাতি না থাকায় বাইরের রোলার ব্যবহারের অনুমতির ক্ষেত্রেও অর্থ দিতে হচ্ছে প্রকৌশলীর নির্ধারিত ‘অনুমোদন ফি’।
বিক্ষোভকারীরা আরও জানান, বিল অনুমোদনে অযৌক্তিক বিলম্ব, কাজ আটকে রাখা এবং আর্থিক সুবিধা ছাড়া কোনো প্রকল্পে অগ্রগতি না দেওয়ার ঘটনা নিয়মে পরিণত হয়েছে। তাদের দাবি, শাহ আলম নিজেই নাকি স্বীকার করেছেন যে তিনি এই পদে যোগদানের জন্য মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন, এখন সেই টাকাই ঘুষের মাধ্যমে তুলছেন।
সবচেয়ে গুরুতর অভিযোগ হলো—নওগাঁ জেলার এক পলাতক আসামিকে গোপনে জয়পুরহাট এনে এলজিইডির একটি প্রকল্পে চুক্তিবদ্ধ করা হয়েছে, যার আর্থিক পরিমাণ প্রায় ৮ কোটি ৪০ লাখ টাকা।
বিক্ষোভকারীরা অবিলম্বে প্রকৌশলী শাহ আলমকে অপসারণের দাবি জানিয়ে বলেন, একজন সৎ, যোগ্য ও দুর্নীতিমুক্ত কর্মকর্তা নিয়োগের মাধ্যমে এলজিইডির ভাবমূর্তি রক্ষা করতে হবে।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী শাহ আলমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী সুলতান মাহমুদ জানিয়েছেন, শাহ আলম ইতোমধ্যে বদলি ও ছুটির আবেদন করেছেন। উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি তিনি জয়পুরহাটে দায়িত্ব গ্রহণ করেন।