শাহাদাৎ বাবু, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে পুকুরে বস্তাবন্দি ‘লাশ’ ভেসে থাকার গুজবে এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে বস্তাটি খুলে দেখা যায়, সেটিতে কোনো মানুষের মৃতদেহ নয়, ছিল একটি মৃত কুকুর।
শনিবার (১৭ মে) দুপুর ১২টার দিকে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চৌরাস্তার পূর্ব পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে এক নারী বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পুকুরে দুর্গন্ধযুক্ত একটি বস্তা ভাসতে দেখেন। পাশাপাশি পুকুর পাড়ে পাওয়া যায় একটি পরিত্যক্ত স্যান্ডেল। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ‘মানুষের লাশ’ পড়ে থাকার গুজবে এলাকাবাসী ভিড় জমায়।
পরে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, “গন্ধ ছড়ানোর কারণে স্থানীয়রা একে মানুষের লাশ ভেবে ভুল করেছেন। পরে দেখা যায়, বস্তাটিতে একটি মৃত কুকুর রয়েছে।”
এই ঘটনাকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে না দিতে এবং যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে আগে নিশ্চিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানিয়েছে পুলিশ।