কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) সকাল ৯টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামে প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন—সাইকুল বেগম (৫০), জিয়া রহমান (৩৫), তকদির মিয়া (৪২), ইমন (২২), নাইম (২৪), সামিম (১৯), মছদ উল্লা (৬০), জয় (২০), মুসকুদ উল্লা (৫০), আলী নুর (১৪), ও ফয়সল (১৪)। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন মিয়া, রেজাউল করিম ও জহুর হোসেন গং এবং ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সাবেক সদস্য লিবাছ মিয়া ও রন্টি মিয়া গংদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।