ফিরোজ ফরাজী, রাঙ্গাবালী পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কোড়ালিয়া বাজারের একটি দোকান থেকে ৯ হাজার ৬৬০ মিটার অবৈধ জাল জব্দ করেছে যৌথবাহিনী। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দোকানের মালিক মো. নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকবাল হাসান এ জরিমানা করেন।
প্রশাসনের দেয়া তথ্যমতে, নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট সৈয়দ আরাফাত আনোয়ারের নেতৃত্বে কোড়ালিয়া বাজারে রুটিন টহল হয়। এ সময় ওই বাজারের কয়েকজন দোকানদারের আচরণ সন্দেহজনক হলে দোকানগুলোতে তল্লাশি চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, রাঙ্গাবালী থানা পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ এ অভিযানে কোড়ালিয়া বাজারের ‘আল-আমিন স্টোর’ থেকে ১৩৮ বান্ডেল (যার দৈর্ঘ্য ৯ হাজার ৬৬০ মিটার) অবৈধ জাল জব্দ করা হয়। এসময় দোকান মালিক নয়ন প্যাদাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয়ন প্যাদাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ ধারা মোতাবেক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।’