জয়পুরহাট প্রতিনিধি :
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেধাবী ছাত্র ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ক্ষেতলালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টায় ক্ষেতলাল সাঈদ আলতাফুন্নেসা সরকারি কলেজের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে কলেজ ছাত্রদল। কলেজ ছাত্রদলের সদস্য সচিব ইমরুল কায়েশ আকাশ এর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম পলাশ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মস্তফা মন্ডল মস্ত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম এ হাসান, সদস্য সচিব রাশেদুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিউল ইসলাম শাহিন এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাদিম, ফরিদসহ অসংখ্য শিক্ষার্থী।
বক্তারা অবিলম্বে পারভেজ হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন এমন বর্বর ঘটনা আর না ঘটে, সে জন্য সকলের সতর্কতা ও সচেতনতা প্রয়োজন।
বক্তব্য শেষে আয়োজক ছাত্রদল নেতারা সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।