Sunamganj Correspondent:
কুমিল্লার মুরাদনগর উপজেলার পাচঁকিত্তা গ্রামে হিন্দু নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া অভিযুক্তদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ডের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ জুন) বিকেল ৫টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) এই মানববন্ধনের আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবসংঘ। এতে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভাপতিত্ব করেন জাগ্রত যুবসংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায়.
মানববন্ধনে বক্তব্য রাখেন:
- বিমল বণিক, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ
- কিরণ রায়, সাধারণ সম্পাদক, জাগ্রত যুবসংঘ
- জয় বণিক, কোষাধ্যক্ষ
- প্রসেজিৎ নন্দী, সদস্য, জেলা জন্মাষ্টমী পরিষদ
- অ্যাড. নিত্য গোপাল গোস্বামী, আইনজীবী
- পার্থ দাস সারথী, অধ্যক্ষ, বাসুঘোষ মন্দির, মৌলভীবাজার
- কলি তালুকদার আরতি, সহ-সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ
এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষণ বণিক, শুভ দাস, শঙ্কু বণিক, সজীব রায়, শিল্পী বেগম, সীমা নাগ প্রমুখ।
বক্তারা বলেন, ২৬ জুন রাতে মুরাদনগরের পাচঁকিত্তা গ্রামে এক হিন্দু নারী গণধর্ষণের শিকার হন। অভিযুক্তরা নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনার পর অভিযুক্ত ফজর আলীসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
তবে বক্তারা অভিযোগ করেন, মামলার পর ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং সরকার বা কোনো রাজনৈতিক দল এই ঘটনায় দৃশ্যমান অবস্থান নেয়নি।
নেতৃবৃন্দ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “সংখ্যালঘুদের নিয়ে নাটকীয়তা চললে পরবর্তীতে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে।”