Nazmul Hossain, Thakurgaon Correspondent:
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী পীরগঞ্জ প্রেসক্লাবের ২০২৫-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে অভিজ্ঞদের পাশাপাশি তিন তরুণ সাংবাদিকের বিজয় সকলের দৃষ্টি কেড়েছে। সাংগঠনিক ও দপ্তর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাদল হোসেন (দৈনিক খোলা কাগজ)। সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন লতিফুর রহমান লিমন (দৈনিক মানবকণ্ঠ)। অন্যদিকে কার্যনির্বাহী সদস্য পদে সবচেয়ে বেশি ১৫ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন তরুণ সাংবাদিক আমিনুর রহমান হৃদয়।
তাদের এই বিজয়ে পীরগঞ্জ প্রেসক্লাবে নতুন প্রজন্মের নেতৃত্বের সূচনা হলো বলে মনে করছেন অনেক সিনিয়র সাংবাদিক।
এছাড়া সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন আরটিভি ও দৈনিক করতোয়ার পীরগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদিন বাবুল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নসরতে খোদা রানা (দৈনিক যায়যায়দিন)। সহ-সভাপতি হয়েছেন ফজলুল কবির (দৈনিক নওরোজ) এবং মোকাদ্দেস হায়াত মিলন (দৈনিক সমকাল)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মুনছুর আহম্মেদ (দৈনিক খবরপত্র)। কার্যনির্বাহী সদস্য হিসেবে আরও নির্বাচিত হয়েছেন জিয়াউল্লাহ রিমু (ঠাকুরগাঁওয়ের খবর)
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আরিফুল্লাহ।