বাংলা নববর্ষকে স্বাগত জানাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী ও আনন্দঘন আয়োজন। সোমবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বন্দিদের অংশগ্রহণে নববর্ষ উদ্যাপন শুরু হয়। কারাগারের ৫৯৭ জন বন্দির জন্য পরিবেশিত হয় ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ দিয়ে নববর্ষের সকাল।
এরপর বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, যেখানে অংশ নেন বন্দি ও কারাকর্মকর্তারা। কারাগারের ভেতরেই তৈরি সুসজ্জিত মঞ্চে শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান, গম্ভীরাসহ নানা আয়োজন ছিল এই অনুষ্ঠানে। জেলার নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই আয়োজন করা হয় গম্ভীরা পরিবেশনার।
বন্দিদের মুখে হাসি ফোটাতে দুপুরে বিশেষভাবে সাজানো হয় খাবারের তালিকা। পোলাও, গরু ও খাসির মাংস, চিকেন রোস্ট, ঐতিহ্যবাহী আদি চমচম, টক দই, পান-সুপারিসহ নানা স্বাদের পদে ভরে ওঠে বন্দিদের প্লেট।
জেলখানার পরিবেশ আরও রঙিন করে তুলতে বন্দিরাই দুই দিন ধরে হাতে রংতুলি নিয়ে আলপনায় সাজিয়েছেন কারাগারের দেয়াল ও অভ্যন্তরীণ রাস্তাঘাট। পুরো আয়োজনটিকে এক আনন্দময় ও উৎসবপ্রবণ পরিবেশে পরিণত করে তোলেন কারা প্রশাসনের সদস্যরাও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেল সুপার মো. আমজাদ হোসেন, জেলার মো. জাকির হোসেন, ডেপুটি জেলার মো. হোসেনুজ্জামানসহ অন্যান্য কারা কর্মকর্তা ও কর্মচারীরা।
এই আয়োজন প্রমাণ করে, বন্দিজীবনের সীমাবদ্ধতার মধ্যেও সংস্কৃতি ও উৎসবের ছোঁয়ায় মানুষকে নতুনভাবে জাগ্রত করা যায়।