শরীয়তপুর প্রতিনিধি:
পদ্মা সেতু দক্ষিণ থানার পাচ্চর মোল্লা বাজার আন্ডারপাস এলাকায় নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে অভিযান চালাতে গিয়ে ধরা পড়েছেন এক প্রতারক। বুধবার (২১ মে) সকালে শিবচর হাইওয়ে পুলিশের নিয়মিত তল্লাশিতে তিনি আটক হন।
আটককৃতের নাম মো. আশিকুর রহমান (৩২), রাজশাহীর তানোর থানার মালশিরা গ্রামের বাসিন্দা। কোমরে খেলনা পিস্তল, হাতে ওয়াকি-টকি নিয়ে নিজেকে র্যাব সদস্য পরিচয় দেন তিনি। তবে তার কথাবার্তা ও আইডি সন্দেহজনক মনে হলে পুলিশ যাচাই করে দেখে, তা ভুয়া। সঙ্গে থাকা আরও পাঁচ সহযোগী পালিয়ে গেলেও আশিকুরকে সেখানেই আটক করা হয়।
পুলিশ জানায়, তিনি একসময় সেনাবাহিনীতে ছিলেন, তবে বরখাস্ত হওয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। ঘটনাস্থল থেকে খেলনা পিস্তল, ওয়াকি-টকি, দুটি ভুয়া আইডি, মোবাইল ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
পলাতকরা হলেন: জুয়েল (৩৮, ফরিদপুর), রাসেল (৪০, ড্রাইভার), হাসান (২৮, মেহেরপুর), জাহাঙ্গীর (৩৫) ও রফিকুল (২৮, যশোর)।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি নকিব আকরাম হোসেন।