Limon Mia, Sarishabari (Jamalpur) Representative:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক বিএনপি নেতার গুদাম থেকে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিডির ১০৪ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ সমন্বয়ে গঠিত যৌথবাহিনী।
সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টা থেকে শুরু হয়ে প্রায় তিন ঘণ্টাব্যাপী চলে এই বিশেষ অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় উপজেলার পিংনা ইউনিয়নের বাসুরিয়া গ্রামে। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট শাহারিয়া তালুকদার রিফাত এবং সরিষাবাড়ীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিল।
প্রশাসন জানায়, উদ্ধারকৃত চালের প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৫ হাজার ২০০ কেজি চাল ছিল, যা ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি)’ কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ করা হয়েছিল। অভিযানে দেখা যায়, এসব চাল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল এবং তা কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
উদ্ধারকৃত চালের মালিক মো. আলী হোসেন, যিনি পিংনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং বাসুরিয়া গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে। অভিযানের সময় তিনি গুদামে না থাকায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ হাসান জানান, “উদ্ধারকৃত চাল বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। গুদামের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
স্থানীয়দের মধ্যে এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, কীভাবে এতো পরিমাণ সরকারি চাল একজন রাজনৈতিক নেতার গুদামে মজুত হলো।
এদিকে, উপজেলা প্রশাসন জানিয়েছে, চালগুলো কোন উৎস থেকে এসেছে এবং কতদিন ধরে গুদামে মজুত ছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।