চাইথোয়াইমং মারমা, নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের মোহাম্মদপুরে অবস্থিত “চট্টগ্রাম নর্দান পাবলিক স্কুল”-এ আজ শনিবার, ১৭ মে ২০২৫ তারিখে প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা পরিচালক লায়ন জি. এম. সাইদুর রহমান মিন্টু। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ এম. সাইফুর রহমান।
প্রধান আলোচক মিন্টু বলেন, “আমরা এই প্রতিষ্ঠানকে ব্যবসার জায়গা থেকে না দেখে একটি দায়িত্বের জায়গা হিসেবে দেখি। বিগত পাঁচ বছর ধরে আমরা প্রতিষ্ঠানটিকে ব্যক্তিগতভাবে ভর্তুকি দিয়ে পরিচালনা করে যাচ্ছি। শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার ব্যবস্থা করেছি খুবই অল্প টিউশন ফি-তে। আমাদের বিজ্ঞাপন করার দরকার নেই, অভিভাবকরাই আমাদের সবচেয়ে বড় প্রচারক।”
চেয়ারম্যান অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “পরিচালক হিসেবে আমরা সবাই ব্যস্ত হলেও, অধিকাংশ সময় আমরা এই স্কুলের উন্নয়নে ব্যয় করি। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে স্কুলের বিভিন্ন স্থানে আমাদের যোগাযোগ নম্বর দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মনিটরিংয়ের জন্য ক্লাসরুমে স্থাপন করা সিসিটিভিতে সাউন্ডসহ সবকিছু পর্যবেক্ষণ করা হয়।”
অনুষ্ঠানে শতাধিক অভিভাবক সরাসরি অংশ নিয়ে শিক্ষার মানোন্নয়নে নানা মতামত প্রদান করেন। পরিচালকবৃন্দ এসব পরামর্শ গুরুত্বসহকারে গ্রহণ করে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন রোমানা নাসরিন, মোঃ এরশাদুল আলম, উম্মে কুলসুম স্বর্ণা, সৃষ্টি বড়ুয়া, ইয়ামিন রহমান, সাবরিনা পারভীন এবং মোশাররফ হোসেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, আগামীতে এই প্রতিষ্ঠান চট্টগ্রামের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে।