Saidpur (Nilphamari) Representative:
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শোক জানিয়ে মৌন মিছিল করেছে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে দলীয় কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি।
এতে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহীন আক্তার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিএনপি সৈয়দপুর উপজেলা, পৌর কমিটি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মৌন মিছিলে শতাধিক নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। শেষে দলীয় কার্যালয়ে গিয়েই কর্মসূচি সমাপ্ত হয়।