ভোলা প্রতিনিধি:
ভোলা সদর উপজেলার ইলিশা ও রাজাপুর ইউনিয়নে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ে অন্তত ৫০টি নৌকা ও স্পিডবোট ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন জেলে। আহতদের মধ্যে ৯ বছরের শিশু শিপন গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে শুরু হওয়া ঝড়টি প্রায় আধা ঘণ্টা স্থায়ী ছিল। তীব্র বাতাস ও বৃষ্টির কারণে নদীতে থাকা অনেক নৌকা উল্টে যায়, ভেঙে যায় মাছঘাট ও ফেরিঘাট এলাকার দোকানঘর।
রাজাপুর ইউনিয়নের জেলে আবুল কালাম জানান, তার নৌকা ডুবে গিয়ে ৩০ হাজার টাকার জাল ভেসে গেছে। একই ইউনিয়নের সোনাই মাঝি, আবদুস শহীদ ও ফারুক মাঝিসহ অনেকের নৌকা ও জাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। ইলিশা ইউনিয়নের জাফর মাঝি, সুজন মাঝি ও মঞ্জু মিজির স্পিডবোটগুলো ভেঙে দুমড়েমুচড়ে গেছে।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে, তবে নৌকা ক্ষতিপূরণ না দেওয়ার নীতির কথা উল্লেখ করেন। জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়া হবে।