মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল প্রতিনিধি:
বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ডিঙ্গারহাট খালের উপর নির্মিত আয়রন সেতু এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জনগণের যোগাযোগ সুবিধা নিশ্চিত করতে নির্মিত সেতু আজ পরিণত হয়েছে মরণফাঁদে। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সেতুটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোনো কার্যকর উদ্যোগ নিতে দেখা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গারুড়িয়া ডিঙ্গারহাট খালের অবস্থিত সেতুটি প্রায় পাঁচ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি গারুড়িয়া ইউনিয়ন হয়ে কলসকাঠি ইউনিয়নের সাথে সংযোগ হয়েছে। সেতুর বিভিন্ন স্থানে সিমেন্টের ঢালায়ে বড় গর্ত তৈরি হয়েছে, নিরাপত্তা রেলিং গুলো পাঁচ বছর আগেই ভেঙে পড়েছে। সেতুটিতে এখন মানুষ ও যান চলাচল বিপজ্জনক হয়ে পড়েছে। সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। যে কোন সময় এটি ধ্বসে পরার সম্ভাবনা রয়েছে।
একজন ভুক্তভোগী জানান, প্রতিদিন এই সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করি। অনেকেই পড়ে গিয়ে হাত পা ভেঙেছে। এ বিষয়ে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থা এখন পর্যন্ত তারা নেয়নি।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা এবং হেলাল উদ্দিন কলেজের সহকারী অধ্যাপক লিটন শিকদার জানান, সেতুটির বিষয়ে আমি পিপিপির প্রধান নির্বাহী সচিব রফিকুল ইসলাম মহোদয়ের কাছে গিয়েছি তিনি এ ব্যাপারে থানায় ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন ও সেতুটি বাস্তবায়ন করতে তিনি উপজেলা ইঞ্জিনিয়ার কে নির্দেশ দেন।
সরেজমিনে দেখা যায়, নড়বড়ে ও ভেঙে যাওয়া সেতুর সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের বেশির ভাগই ভেঙ্গে পড়েছে। স্থানীয়রা সিমেন্টের ঢালাই দেয়া স্লিপারের ওপর কাঠের মাচা তৈরি করে চলাচল করছে। সেতুর ক্রস এ্যাঙ্গেলে মরিচা ধরা অংশে ফাটল ধরেছে। নিরুপায় হয়ে স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে সেতু দিয়ে চলাচল করছে। উপজেলা এলজিইডি প্রকৌশলী হাসনাইন আহমেদ জানান, সেতুটি নতুন প্রকল্পের মাধ্যমে দ্রুত নির্মাণের চেষ্টা অব্যাহত রয়েছে।